News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৭:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আগারগাঁও থেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের চাঁদাবাজ ‘স্মার্ট’ হাসান

আগারগাঁও থেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের চাঁদাবাজ ‘স্মার্ট’ হাসান

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় শেরে বাংলা নগর সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট থেকে মেহেদী হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। সংগৃহীত টাকা তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক। সময়মতো চাঁদা না দেওয়ায় তার দল কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং সংবাদে প্রকাশিত হওয়ার পর মেহেদী হাসান আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন: ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। টহল দল প্রযুক্তির সহায়তায় তাকে শেষ পর্যন্ত খুঁজে বের করে গ্রেফতার করেছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, মেহেদী হাসানের গ্রেফতারের খবর পেয়ে পূর্বে যাঁরা জিডি বা অভিযোগ করেছিলেন, তারা ইতোমধ্যেই শেরেবাংলা নগর থানায় মামলা করতে গেছেন। সেনাবাহিনী চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রোগী বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন করে ‘নাগরিক উন্নতি সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা হাসানের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছে সংগঠনের সভাপতি মোহাম্মদ আহমেদ।

বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সম্প্রতি এই সিন্ডিকেটের বিরুদ্ধে একটি মানববন্ধন আয়োজন করেছিল নাগরিক উন্নতি সংগঠন। আজকের এই সাফল্য প্রমাণ করে জনগণের আওয়াজকে রাষ্ট্র কতটা গুরুত্ব দেয়। 

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর ধারাবাহিকতায় দেশ আরও এগিয়ে যাবে এবং এ ধরনের সিন্ডিকেট আর কখনোই আমাদের সমাজে গজিয়ে উঠতে পারবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়