কঙ্গোতে দুটি নৌকাডুবিতে অন্তত ১৯৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। আরও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জাবা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে ইকুয়েটর প্রদেশের লুকোলেলা এলাকায় কঙ্গো নদীতে। যাত্রীবোঝাই একটি বড় নৌকায় আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় ১০৭ জন নিহত হয়েছেন। মানবিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে ১৪৬ জন এখনও নিখোঁজ।
এর আগে বুধবার একই প্রদেশের বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশ শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রী এবং রাতের অন্ধকারে নৌযান চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: নেপালে সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা
ঘটনাস্থলে নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। কঙ্গো সরকার নিহতদের পরিবারকে সহায়তা, আহতদের চিকিৎসা এবং জীবিতদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন সরকারের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আশঙ্কা করেছে যে, মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি