News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ১২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে দাপুটে জয়ে বাংলাদেশের শুরু

এশিয়া কাপে দাপুটে জয়ে বাংলাদেশের শুরু

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ মিশন দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে হংকংকে হারিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। জবাবে ১৪৪ রানের টার্গেট বাংলাদেশ ছুঁয়ে ফেলে ১৭.৪ ওভারে।

ওপেনার পারভেজ হোসেন ইমন ১৯ এবং তানজিদ হাসান তামিম ১৪ রান করে ফেরার পর লিটন দাস ও তাওহিদ হৃদয় দলকে জয়ের পথে নিয়ে যান। লিটন খেলেন ৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে হৃদয়ের সঙ্গে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন জাকের আলী অনিক।

এর আগে বাংলাদেশের বোলাররা হংকংকে চাপে রাখেন শুরু থেকেই। তাসকিন আহমেদ প্রথম ওভারেই অংশুমান রথকে আউট করেন। এরপর তানজিম হাসান সাকিব ভেঙে দেন বাবর হায়াতের স্টাম্প। তিনিও শিকার করেন জিসান আলিকে। দুর্দান্ত ক্যাচ নেন মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

শেষ দিকে রিশাদ হোসেন ২ উইকেট তুলে নিলে আর ঘুরে দাঁড়াতে পারেনি হংকং। তাসকিন, তানজিম ও রিশাদ—প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।

বাংলাদেশের সামনে এখন গ্রুপ পর্বের পরবর্তী চ্যালেঞ্জ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়