সোমবার থেকে উন্মুক্ত হচ্ছে অ্যাপলের আইওএস ২৬

ছবি: সংগৃহীত
অ্যাপল আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬ উন্মুক্ত করতে যাচ্ছে। জুনে বার্ষিক ডেভেলপার সম্মেলনে এই নতুন সংস্করণ উন্মোচনের পর কয়েক দফা ডেভেলপার ও পাবলিক বেটা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আইফোন ব্যবহারকারীরা বাংলাদেশ সময় সন্ধ্যার পর আইওএস ২৬ আপডেট করতে পারবেন। আপডেটটি আইফোন ১১ থেকে সর্বশেষ আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেল পর্যন্ত, এছাড়া আইফোন এসই (প্রথম ও দ্বিতীয় প্রজন্ম) মডেলেও করা যাবে। নতুন আইফোন ১৭ সিরিজে বিল্ট-ইনভাবে আইওএস ২৬ থাকবে।
নতুন সংস্করণে রয়েছে লিকুইড গ্লাস ডিজাইনের স্বচ্ছ ইন্টারফেস, মসৃণ সোয়াইপ ও স্ক্রলিং সুবিধা। এছাড়া অ্যাডাপটিভ ব্যাটারি সেভার প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারির খরচ কমানো যাবে। আইওএস ২৬-এ অ্যাপ দ্রুত লোড হবে, ক্যামেরার ক্ল্যাসিক মোডের টগল বাটন সরানো হয়েছে এবং লো পাওয়ার মোডে সীমিত সুবিধার তথ্য স্পষ্টভাবে প্রদর্শিত হবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রলিং সমস্যা, ভোগান্তিতে ব্যবহারকারীরা
আইওএস ২৬ ইনস্টল করতে হলে আইফোনের সেটিং → জেনারেল → সফটওয়্যার আপডেট এ গিয়ে ডাউনলোড করতে হবে। নতুন সংস্করণ ডাউনলোডের পর ছয় সংখ্যার পাসকোড দিলে আইফোন রিবুট হবে এবং আপডেট সম্পন্ন হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি