জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানে সহায়তা দেবে সরকার

পদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ১২ হাজার ৮৭৭ জনকে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর আমাদের সামনে এসেছে সাম্য, ন্যায়বিচার, নাগরিক মর্যাদা, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ। সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্ম হবে সবচেয়ে বড় চালিকা শক্তি।”
তিনি জানান, আহত ও শহীদ পরিবারের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আর্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা হবে। এ ছাড়া জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে।
আরও পড়ুন: সীমান্ত পথে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে বিজিবির জরুরি বার্তা
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১২ জন তরুণকে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা সমমূল্যের প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পান।
নিউজবাংলাদেশ.কম/এসবি