News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

ফরিদা পারভীন। ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল থেকে তার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রেখেছেন।

বৃহস্পতিবার  (১২ সেপ্টেম্বর) ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক মাধ্যমে জানান, তার মা ফরিদা পারভীনের চিকিৎসার জন্য আর্থিক বা অন্য কোনো ধরনের সাহায্যের প্রয়োজন নেই। 

তিনি লিখেছেন, “আম্মাকে গত বুধবার বিকেল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে তার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই। ডাক্তাররা সর্বোচ্চমাত্রার ঔষধ ব্যবহার করে কৃত্রিমভাবে ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং মেশিনের মাধ্যমে ফুসফুস চালু রাখা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই পরিস্থিতিতে শারীরিক উন্নতির তেমন কোনো আশা নেই।”

তিনি আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে লাইফ সাপোর্ট চালিয়ে যাচ্ছি। তবুও কিছু অ-মানুষ বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণার চেষ্টা করছে। এজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের পরিবারের সঙ্গে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করছে।”

আরও পড়ুন: ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ফেরেশতে’

পরিবারের পক্ষ থেকে নোমানী সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছেন, “সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাঁর অসীম দয়ায় আম্মার এই শেষ সময়কে সহজ ও শান্তিময় করুন। আমিন।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়