News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ফেরেশতে’

১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ফেরেশতে’

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে সাবলীলভাবে তুলে ধরার জন্য পরিচিত। চলতি বছরেই তিনি ডিয়ার মা, পুতুল নাচের ইতিকথা, তাণ্ডব ও উৎসবসহ বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ফেরেশতে। আগে ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও হল-সংক্রান্ত জটিলতার কারণে এক সপ্তাহ পিছিয়েছে। আসন্ন পূজার মৌসুমকে সামনে রেখে নতুন তারিখে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটি প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত। বাস্তব লোকেশনে শুটিং করা ফেরেশতে ইতোমধ্যেই ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য পুরস্কার জিতেছে। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–এর উদ্বোধনী প্রদর্শনীসহ ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে এটি।

আরও পড়ুন: ৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

দেশের সব সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পেতে যাওয়া ছবিটিতে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। প্রযোজক সুমন ফারুকের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয়া আহসান নিজেও। চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ।

বাংলাদেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা জয়া আহসান এবার ফেরেশতে দিয়ে আবারও দেশীয় প্রেক্ষাগৃহে দর্শকের মন জয় করতে প্রস্তুত। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সাফল্যের পর সিনেমাটি দেশে কতটা সাড়া ফেলে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়