News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫০, ১০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৫

৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের ৯৮তম অস্কার আসরে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নির্বাচিত সিনেমা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে। সিনেমা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে। চলচ্চিত্রটি ১ অক্টোবর ২০২৪-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে মুক্তিপ্রাপ্ত হতে হবে এবং দেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত থাকতে হবে। উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি পরিচালকের নিয়ন্ত্রণে নির্মিত হতে হবে।

জমা দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে, প্রযোজক/স্বত্বাধিকারী একটি পূরণকৃত আবেদন ফর্ম, প্রদর্শনী চালানোর প্রমাণ (সর্বনিম্ন সাত দিন), দুটি ডিভিডি/ব্লু-রে স্ক্রিনার বা নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্প সংক্ষেপ এবং চলচ্চিত্রের মূল ক্রেডিটসহ ফাইল জমা দেবেন।

আরও পড়ুন: নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ ভিন্ন রূপে শুভশ্রী

ফিল্মগুলো জমা দিতে হবে বিএফএফএস কার্যালয়ে: প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-১০০০।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়