News Bangladesh

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে যোগ দিলেন ২৫ হিন্দু ধর্মাবলম্বী 

জামায়াতে যোগ দিলেন ২৫ হিন্দু ধর্মাবলম্বী 

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু ধর্ম অনুসারী ২৫ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রবিবার জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

চাঁপাইনবানগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সদস্য শ্রী সুমন কর্মকার সাহার মাধ্যমে ওই ২৫ জন জামায়াতে যোগ দেন।

যোগদানকারীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন- সুমন কর্মকার সাহা, সুকুমার প্রামাণিক, চন্দন দাশ, সুদর্শন মণ্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মণ্ডল, বাবলু মণ্ডল, সিতু মণ্ডল, সুমল মণ্ডল, দলন মণ্ডল, মন্টু লাল চৌধুরীসহ অন্যরা।

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

জানতে চাইলে অধ্যাপক লতিফুর রহমান বলেন, ‘বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী সদস্যপদ পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানিয়েছেন।’

ভবিষ্যতে এ ধরনের দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়