ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বার্সেলোনা

ছবি: সংগৃহীত
লা লিগায় দুর্দান্ত ছন্দে ফিরেছে বার্সেলোনা। রবিবার রাতে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার এস্তাদি জোহান ক্রুইফে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।
বার্সার হয়ে দুটি করে গোল করেন ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও অভিজ্ঞ রবার্ট লেভানডভস্কি। ক্যাম্প ন্যু সংস্কারের কাজ চলায় অস্থায়ী ভেন্যুতেই খেলছে কাতালানরা। তবে ছোট মাঠেও আক্রমণে ছিল আগুন ঝরা ছন্দ। রায়ো ভায়েকানোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর দলটি ভ্যালেন্সিয়ার বিপক্ষে যেন ঝড় তোলে।
২৯তম মিনিটে ফেরান তোরেসের পাস থেকে লোপেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পর রাফিনিয়া ব্যবধান দ্বিগুণ করেন। কিছুক্ষণ পর দূরপাল্লার শটে করেন নিজের দ্বিতীয় গোলও। ৬৬তম মিনিটে রাফিনিয়ার জোড়া গোলেই ম্যাচ কার্যত নিশ্চিত হয়ে যায়।
শেষ ভাগে মঞ্চ দখল করেন লেভানডভস্কি। ৭৬তম মিনিটে শক্তিশালী শটে গোলবার কাঁপিয়ে স্কোরশিটে নাম তোলেন তিনি। এরপর তরুণ মার্ক বার্নালের পাস থেকে দারুণ লবে করেন নিজের দ্বিতীয় গোল।
আরও পড়ুন: এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। উল্লেখযোগ্যভাবে, এক ম্যাচে তিন খেলোয়াড়ের জোড়া গোলের কীর্তি ২১শ শতকে এই প্রথম। পাশাপাশি ভ্যালেন্সিয়ার বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড টানা ১১ ম্যাচে উন্নীত করল কাতালানরা।
রিয়াল মাদ্রিদ যদিও টানা চার জয়ে শীর্ষে, তবে ফ্লিকের দলের এমন ফর্ম লা লিগার শিরোপার লড়াইকে আরও জমিয়ে তুলেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি