News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ২৩

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ২৩

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিসহ দুটি দ্বীপে ভয়াবহ বন্যায় নিহত হয়েছেন ২৩ জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে মুষলধারে বৃষ্টির পর বালি দ্বীপে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানায়, বালিতে শুক্রবার নতুন করে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও দু’জন।

বালিতে আগে ১৪ জন এবং ফ্লোরেস দ্বীপে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছিল। নতুন চারজনের লাশ পাওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে।

আরও পড়ুন: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

বিএনপিবি প্রধান সুহারিয়ান্তো জানিয়েছেন, দুর্গতদের মধ্যে খাবার, পোশাক, বিছানা ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তার হিসাব অনুযায়ী, এ বন্যায় প্রায় ১ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়