এশিয়া কাপে ওমানকে ৯৩ রানে উড়িয়ে দিল পাকিস্তান

ছবি: সংগৃহীত
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬০ রান। জবাবে মাত্র ১৬.৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান। ফলে ৯৩ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করল সালমান আগার দল।
ইনিংসের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ওভারেই শাহ ফয়সালের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে দ্বিতীয় উইকেটে শাহিবজাদা ফারহানের সঙ্গে মোহাম্মদ হারিস গড়েন ৮৫ রানের জুটি। হারিস ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন, ফারহান করেন ২৯। এরপর ওমান বোলাররা চাপে ফেলে টপ অর্ডারের কয়েকজনকে দ্রুত ফিরিয়ে দেন। ফখর জামান অপরাজিত থাকেন ২৩ রানে। ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কালীম ৩টি করে এবং মোহাম্মদ নাদিম ১টি উইকেট নেন।
১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওমান। ইনিংসের দ্বিতীয় ওভারে সাইম আইয়ুব অধিনায়ক যতিন্দর সিংকে আউট করেন। একই ওভারে ফেরান আমির কালীমকেও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫০ রানের আগেই ধুঁকতে থাকে ওমান। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় তারা।
আরও পড়ুন: এশিয়া কাপে দাপুটে জয়ে বাংলাদেশের শুরু
পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট। আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন আফ্রিদি নেন একটি করে উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এসবি