News Bangladesh

বরিশাল সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলার এক যুগ পর দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। একই আদেশে আসামিদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহা. রকিবুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কবীর আকন ও জব্বার ব্যাপারী। এরা হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ভাঙ্গায় অবরোধ: ৯০ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত ১৫০

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার ওই তরুণী বাড়ি যাওয়ার পথে আসামিরা জোরপূর্বক পাশের একটি বাগানের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালে ডুবিয়ে রাখা হয়। পরে তরুণীর সন্ধান না পেয়ে তার মামা মোক্তার হোসেন বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে। ঘটনার তদন্তে পুলিশ ওই দুই আসামির সম্পৃক্ততা পায়। এরপর ওই দুজনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করা হয়।

আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়