ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের একটি ওয়ার্ডে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম হয়।
জন্ম নেওয়া শিশুদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। এর মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এবং বাকিদের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।
ঢামেকের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, ২৭ সপ্তাহে অনাকাঙ্ক্ষিতভাবে এ সন্তানদের জন্ম হয়েছে। নবজাতকদের মধ্যে তিনজনের ওজন ৮০০ গ্রাম এবং বাকিদের ৯০০ গ্রাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এ পরিস্থিতিকে তিনি “ভয়াবহ” বলে উল্লেখ করেন। তবে ভাগ্য সহায় হলে তারা বেঁচে থাকতে পারে।
তিনি আরও বলেন, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। সাধারণত স্বাভাবিকভাবে এমন গর্ভধারণ হয় না। বর্তমানে মা ও সন্তানরা চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
আরও পড়ন: সাদা পাথর লুট: সিলেটের বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার
এদিকে, রোগীর স্বজনরা জানান, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি