News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চারজনের মৃত্যু

ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চারজনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় শিশুর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাতে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় নবজাতকরা মারা যায়। এর মধ্যে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে দুই ছেলে শিশু ও একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়।

নিহত নবজাতকদের মা নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন তার ননদ ফারজানা আক্তার।

তিনি জানান, ছয় নবজাতকের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকিদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চারজন মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “প্রথমে ঢামেকে এক নবজাতক মারা যায়। এরপর আরও একজনের মৃত্যু হয়। পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নবজাতক মারা গেছে।”

আরও পড়ুন: তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, ফসলের ব্যাপক ক্ষতি 

বর্তমানে ঢামেকে একজন ও বেসরকারি হাসপাতালে আরেকজন নবজাতক চিকিৎসাধীন রয়েছে।

এর আগে রবিবার ১৪ (সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে প্রিয়া ছয় সন্তানের জন্ম দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়