এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৪০ রানের লক্ষ্য শ্রীলঙ্কা মাত্র ১৪.৪ ওভারেই পেরিয়ে যায়। এই হারে টাইগারদের সুপার ফোরে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম দুই ওভারে কোনো রান যোগ না করেই দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন ফিরে যান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয়বারের মতো প্রথম দুই ওভারই উইকেট-মেডেন দেখল ক্রিকেটবিশ্ব। এরপর তাওহিদ হৃদয় (৮) রান আউট হলে ৩.৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় মাত্র ৩ রানে ৩ উইকেট।
এরপর অধিনায়ক লিটন দাস ২৬ বলে ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তিনি আউট হলে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ আরও বিপদে পড়ে। এমন অবস্থায় দলের হাল ধরেন জাকের আলী ও শামীম হোসেন পাটওয়ারী। ষষ্ঠ উইকেটে ৬১ বলে রেকর্ড ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা, যা ৬ বা তার নিচে নামা ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। শামীম ৩৪ বলে ৪২ এবং জাকের ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।
এই জুটির কল্যাণে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ উইকেট এবং নুয়ান থুসারা ও দুষ্মন্ত চামিরা ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও খুব একটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার কুশল মেন্ডিস মাত্র ৩ রান করে মুস্তাফিজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর চাপ আরও বাড়তে পারতো, যদি না শেখ মেহেদীর বলে কামিল মিশারার ক্যাচটি মিস হতো। মাত্র ১ রানে জীবন পেয়ে এই তরুণ ব্যাটসম্যান আর পেছনে ফিরে তাকাননি।
আরও পড়ুন: আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি লঙ্কা
পাথুম নিশাঙ্কা ও মিশারা মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৯৫ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে ফেলেন। এই জুটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। নিশাঙ্কা ৩৪ বলে ৫০ রান করে আউট হন এবং একই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। অন্য প্রান্তে মিশারা ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।
মাঝে কুশল পেরেরা (৯) ও দাসুন শানাকা (১) দ্রুত ফিরে গেলেও জয় পেতে লঙ্কানদের কোনো সমস্যা হয়নি। শেষ পর্যন্ত চরিত আসালাঙ্কা ৪ বলে অপরাজিত ১০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ২টি এবং মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব ১টি করে উইকেট শিকার করেন।
এই হারের ফলে এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান বেশ নাজুক হয়ে পড়েছে। গ্রুপে আফগানিস্তান (+৪.৭০০) এবং শ্রীলঙ্কা (+২.৫৯৫) দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট করে নিয়ে এগিয়ে আছে। অন্যদিকে ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়েও বাংলাদেশের নেট রান রেট (-০.৬৫০) বেশ খারাপ।
আগামী সোমবার হংকংয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে যাবে নকআউট। ওই ম্যাচ হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবে বাংলাদেশ। আর জিতলেও শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম পাটওয়ারী ৪২*, জাকের আলি ৪১*, লিটন দাস ২৮; ওয়ানিন্দু হাসারাঙ্গা ২/২৫, নুয়ান থুসারা ১/১৭, দুশমন্থ চামিরা ১/১৭)।
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (পাথুম নিশাঙ্কা ৫০, কামিল মিশারা ৪৬*; শেখ মেহেদী হাসান ২/২৯, তানজিম হাসান সাকিব ১/২৩, মুস্তাফিজুর রহমান ১/৩৫)।
ফলাফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা।
নিউজবাংলাদেশ.কম/পলি