News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৭, ১১ নভেম্বর ২০২৫

ভোট হলে অস্তিত্ব থাকবে না জামায়াতের: মির্জা ফখরুল

ভোট হলে অস্তিত্ব থাকবে না জামায়াতের: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট, জামায়াতে ইসলামী, এনসিপি এবং সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিএনপির পরিকল্পনা তুলে ধরেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বড়গাঁও ইউনিয়ন ও কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল। 

তিনি বলেন, ভোট হলে তাদের (জামায়াত ও এনসিপি) অস্তিত্ব থাকবে না। সে কারণে তারা ভোটকে ভয় পায় এবং নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, এলাকায় একটিও এনসিপি নেই; তাই তাদের ভোট কার্যকর হবে না। এ কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। পিআর পদ্ধতি চাওয়া হলেও জনগণ তা বোঝে না, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।

ফখরুল বলেন, দীর্ঘ নয় মাস ধরে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে যেসব বিষয় নিয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাইরের কোনো কিছু গায়ের জোরে চাপানো হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।

তিনি জামায়াতে ইসলামী সমালোচনা করে বলেন, তারা ইসলামের প্রকৃত শিক্ষা ভুলভাবে ব্যাখ্যা করছে। 

আরও পড়ুন: ‘বিভিন্ন অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে নির্বাচনবিমুখ দলগুলো’

ফখরুল বলেন, আমার কর্মের মধ্য দিয়ে বেহেশতে যাওয়া সম্ভব। কিন্তু জামায়াতের টিকিট কাটলেই কেউ বেহেশতে যেতে পারবে, এমন ধারণা প্রকৃত ইসলাম নয়। যারা মুনাফেকি করে, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে ভোটদান দেশের জনগণ এখনো পরিচিত নয়। তাই এটি আমরা গ্রহণ করব না। ভোটকে এত ভয় পাওয়ার কারণ স্পষ্ট: ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।

ফখরুল উল্লেখ করেন, যেসব বিষয়ে সরকার আমাদের সঙ্গে একমত হয়েছে, সেগুলোতে বিএনপি পাশে থাকবে। অন্য কোনো বিষয়ে দায় আমরা নেব না; দায় বর্তমান সরকারকেই নিতে হবে।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফারমার্স কার্ড বাস্তবায়ন করা হবে। এছাড়া বিএনপি বিচার ব্যবস্থাকে স্বাধীন ও ন্যায়সঙ্গত করার জন্য কার্যক্রম গ্রহণ করবে।

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শারীরিক শিক্ষা ও সংগীতের গুরুত্বের কথা উল্লেখ করে ফখরুল বলেন, শিশুদের সুস্থভাবে গড়ে তোলার জন্য শারীরিক শিক্ষা অত্যন্ত জরুরি। একই সঙ্গে গান শেখার মাধ্যমে তারা ভালো কিছু শিখছে।

বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ভারতে বসে দেশের জনগণকে বিভ্রান্ত করে হরতাল ঘোষণা ও গাড়ি পোড়ানো চলবে না। সাহস থাকলে দেশের মানুষের সামনে এসে রাজনীতি করুন। দিল্লিতে বসে সর্বনাশ করবেন না।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী এবং স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়