গ্রাহকের টাকা আত্মসাৎ: ব্যাংক ম্যানেজারসহ ৩ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের দুই কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের দায়ে দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড এবং আরেকজনকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন- ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আজম চৌধুরী এবং নগরীর হালিশহরের মধ্যম রামপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন বাপ্পি।
মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এ রায় দেওয়া হয়।
আরও পড়ুন: ‘জুলাই সনদের বাইরের সিদ্ধান্তের দায় সরকারের ওপর বর্তাবে’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন বলেন, আসামিদের মধ্যে ইফতেখারুল কবির ও আজম চৌধুরী প্রত্যেকের ১৪ বছর করে সাজা এবং জাকির হোসেনের আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার আরেক আসামি ফারজানা হোসেন ফেন্সির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
দণ্ডিত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান পিপি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








