রাজধানীতে আবারও বাসে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সূত্রাপুর ফায়ার স্টেশনের গেটে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনার একদিন আগে, সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত একটার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেখা যায়। তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজধানীতে গভীর রাতে একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সময় বাসের আসন ও অভ্যন্তরীণ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, গত সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। রায়েরবাগে সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ২টার কিছু পরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এসব বাস পার্কিং অবস্থায় ছিল এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি








