News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪০, ১১ নভেম্বর ২০২৫

ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিলের চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, ধানমন্ডি ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিলের চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: রাজধানীতে আবারও বাসে আগুন

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা ভয়ে স্থির হয়ে যায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলিয়েছে। 

এই ধরণের ঘটনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্থানীয় প্রশাসন। 

তারা উল্লেখ করেছে, নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিত তল্লাশি ও সতর্কতা অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়