২০২৬ বিশ্বকাপেই বিদায় রোনালদো
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বের কিংবদন্তি পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ঘোষণা করেছেন, আগামী বছরের ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে তার শেষ আন্তর্জাতিক আসর। দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে রোনালদো এখন অবসরের প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবে এক ফোরামে ভিডিও বার্তায় বলেন, হ্যাঁ, নিশ্চিতভাবে ২০২৬ বিশ্বকাপই আমার শেষ হবে। তখন আমার বয়স হবে ৪১, সেটাই মনে হয় সঠিক সময়।
তিনি আরও জানান, আগামী এক বা দুই বছরের মধ্যে ফুটবলকে বিদায় জানাবেন।
রোনালদোর ভাষ্যে, আমি যখন বলেছিলাম ‘শিগগিরই অবসর নেব’, তখন সেটার মানে ছিল এক বা দুই বছরের মধ্যেই খেলা ছাড়ব।
আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে এসে আবেগাপ্লুত হামজা চৌধুরী
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর সামনে এখন লক্ষ্য ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলা। ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। পর্তুগাল দল এখনও মূল পর্বে যোগ্যতা অর্জন করেনি; তবে বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে।
রোনালদো ২০২২ সালের শেষ দিকে দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন। এই পদক্ষেপের পর সৌদি লিগে নামি তারকাদের আগমন বৃদ্ধি পেয়েছে। দেশটি বিনোদন ও খেলাধুলায় ব্যাপক বিনিয়োগ করছে, যা অর্থনীতির বৈচিত্র্য আনার পরিকল্পনার অংশ। এছাড়াও সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও পেয়েছে।
রোনালদোর ঝুলিতে এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ৯৫০টিরও বেশি গোল রয়েছে। ফুটবল ইতিহাসের সেরা ফরোয়ার্ডদের তালিকায় তিনি অগ্রণী অবস্থান রাখছেন। চল্লিশের কোঠায় পৌঁছেও প্রতিটি ম্যাচে তিনি অদম্য পেশাদারিত্ব ও অনুপ্রেরণা ছড়াচ্ছেন। ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বমঞ্চ, এবং এর পর ফুটবলের ইতিহাসে এক যুগের অবসান ঘটতে যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








