বিপিএলের খেলোয়াড় নিলাম পিছিয়ে ২১ নভেম্বর
ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম নির্ধারিত সময়ের চার দিন পিছিয়েছে। চলতি মাসের ১৭ নভেম্বরের পরিবর্তে এখন নিলাম অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ পরিচালক।
২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয় নিলামের মাধ্যমে। তবে ২০১৫ সাল থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ নয় বছর পর আবারও নিলাম পদ্ধতি ফিরিয়ে আনছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। এবার অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়েলস। সম্ভাব্য সূচি অনুযায়ী ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২৬।
বিসিবি সূত্রে জানা গেছে, এবার নিলাম পরিচালনায় দেশের বাইরের কিছু দক্ষ কর্মী আনার চেষ্টা চলছে। তবে তা সম্ভব না হলে সিলেট বিভাগের অভিজ্ঞ কর্মকর্তাদের হাতে দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: ৩ মিনিটে শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট
বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকার কারণে নিলাম শুরু হবে ২১ নভেম্বর দুপুর ৩টা থেকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








