News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৪, ৬ জুলাই ২০২৫

সাকিবের গ্লোবাল সুপার লিগ যাত্রা শুরু দুবাই থেকে

সাকিবের গ্লোবাল সুপার লিগ যাত্রা শুরু দুবাই থেকে

ফাইল ছবি

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর আগামী ১০ জুলাই শুরু হতে যাচ্ছে। পাঁচটি দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টিমের অংশগ্রহণে এবারের আসরেও কোনও প্লে-অফ থাকবে না; লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে অংশগ্রহণ করবে। ১৮ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এই আসরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় হলো সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দল পরিবর্তন। দীর্ঘ দিন বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে ছন্দ হারানো সাকিব এবার গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে খেলবেন। আগের আসরে তাকে নিয়েছিল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। তবে গৃহস্থালির বিতর্ক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে রংপুর তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারেনি। 

রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানিয়েছেন, ‘সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো সরকারী বা কর্তৃপক্ষের নির্দেশনা আসেনি, এটি পুরোপুরি দলীয় কৌশলগত সিদ্ধান্ত ছিল। দেশের পরিস্থিতি বিবেচনায় তাকে নেওয়ার ফলাফল কী হতে পারে, তা আমাদের জানা নেই।’

দুবাই ক্যাপিটালস গত ৬ জুলাই তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিব আল হাসান তাদের দলে যোগ দিচ্ছেন।

পোস্টে লেখা হয়, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কা জয় করে সমতায় বাংলাদেশ

সাকিবের নতুন দলটি ১০ জুলাই আসর শুরু করবে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপরে ১১ জুলাই হোবার্ট হারিকেন্স ও ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে। ১৬ জুলাই মুখোমুখি হবে সাকিবের পুরনো দল রংপুর রাইডার্সের সঙ্গে, যেখানে তিনি নিজ দলের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সাকিবের সতীর্থ হিসেবে আছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, আফগানিস্তানের তারকা সেদিকউল্লাহ অটল এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

সাকিব আল হাসানের জন্য এটি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতির পর একটি বড় প্রত্যাবর্তন। যদিও দেশের অভ্যন্তরীণ নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেই রয়েছে তার এই নতুন অধ্যায়, গ্লোবাল সুপার লিগের আন্তর্জাতিক মঞ্চে এখনো সাকিব আল হাসানকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। টুর্নামেন্টে তার পারফরম্যান্স কেমন হয়, সেটাই এখন সবাই দেখার অপেক্ষায়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়