দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কা জয় করে সমতায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ।
শনিবার (৫ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৮ রান। জবাবে ২৩২ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেহেদী হাসান মিরাজের দল। ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে টাইগাররা করে ২৪৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। জাকের আলী ২৪, শামিম হোসেন ২২ এবং তানজিম হাসান সাকিব অপরাজিত ২১ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে চার উইকেট নেন আশিথা ফার্নান্দো এবং তিন উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আরও পড়ুন: টি২০ দলে ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে ২৩২ রানেই অলআউট হয়ে যায়। একমাত্র আলো ছড়ানো ব্যাটার ছিলেন মিডল অর্ডারের জানিথ লিয়ানাগে, যিনি ৮৫ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। কুশল মেন্ডিস করেন ৫৬ এবং কামিন্দু মেন্ডিস ৩৬ রান।
ম্যাচে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ৯ ওভারে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে তিনি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার অর্জন করেন। এছাড়া তানজিম হাসান সাকিব নেন ২টি এবং একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন।
জয়ের জন্য শেষ দিকে ভয়ংকর হয়ে ওঠা লিয়ানাগেকে ৪৮তম ওভারে কট অ্যান্ড বোল্ড করে ফেরান মোস্তাফিজ। তার উইকেটেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার জয়ের আশা।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৫ উইকেট নেওয়া তানভীর ইসলাম।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তাই ১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ৮ জুলাই, পাল্লেকেলেতে। সেই ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে সিরিজ ট্রফি।
নিউজবাংলাদেশ.কম/পলি








