টি২০ দলে ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসের নেতৃত্বে ঘোষিত এ দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ। তবে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা নাঈম শেখ সর্বশেষ খেলেছেন ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে, আর সাইফউদ্দিন খেলেছেন ২০২৩ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।
সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ এবার স্কোয়াডে জায়গা পাননি। তবে দলে টিকে গেছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি সিরিজ সূচি- প্রথম টি-টোয়েন্টি: ১০ জুলাই, ক্যান্ডি, দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৩ জুলাই, ডাম্বুলা, তৃতীয় টি-টোয়েন্টি: ১৬ জুলাই, কলম্বো।
আরও পড়ুন: বার্সাকে না করে বিলবাওয়ে নিকোর ৮ বছরের চুক্তি
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








