News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৩, ৪ জুলাই ২০২৫

বার্সাকে না করে বিলবাওয়ে নিকোর ৮ বছরের চুক্তি

বার্সাকে না করে বিলবাওয়ে নিকোর ৮ বছরের চুক্তি

ছবি: সংগৃহীত

ইউরোতে দুর্দান্ত পারফর্ম করা তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামসকে দলে ভেড়াতে বেশ আগ্রহী ছিল বার্সেলোনা। এমনকি খেলোয়াড়টির রিলিজ ক্লজ পরিশোধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত ছিল কাতালান জায়ান্টরা। তবে শেষ মুহূর্তে বার্সার স্বপ্নে জল ঢেলে দিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে দীর্ঘ ৮ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন নিকো, যা চলবে ২০৩৫ সাল পর্যন্ত।

এ চুক্তির ফলে নিকোর রিলিজ ক্লজ প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে, যা তাকে আপাতত বার্সেলোনার মতো বড় ক্লাবগুলোর নাগালের বাইরে ঠেলে দিয়েছে। ফলে ১০ নম্বর জার্সির উত্তরসূরি খোঁজায় বার্সাকে এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।

চুক্তি করে নিকো বলেছেন, আপনার যখন সিদ্ধান্ত নিতে হবে, আমার জন্য সেটা হলো হৃদয়ের কথা শোনা। আমি এখানে আছি, এখানে থাকতে চেয়েছি, আমার লোকজনের সঙ্গে। এটা আমার ঘর।

লেওয়ান্ডোভস্কির বয়স ও সাম্প্রতিক ফর্ম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বার্সার মধ্যে। ক্লাবটি ভবিষ্যতের জন্য একটি তরুণ, গতিময় ফরোয়ার্ড খুঁজছে, যে দীর্ঘমেয়াদে আক্রমণভাগে নেতৃত্ব দিতে পারে। নিকো উইলিয়ামসকে না পাওয়ায়, বিকল্প খুঁজতেই হচ্ছে বার্সাকে।

আরও পড়ুন: বিশ্বকাপ-অলিম্পিকের পথে বাংলাদেশ নারী ফুটবল

এ অবস্থায় মার্কাস রাশফোর্ডকে সম্ভাব্য টার্গেট হিসেবে দেখা হচ্ছে। অ্যাস্টন ভিলায় ধারে খেললেও মূল দল ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বিক্রির জন্য উন্মুক্ত রেখেছে এবং রাশফোর্ড নিজেও নাকি বার্সেলোনায় খেলতে আগ্রহী।

তবে চুক্তি সহজ হবে না। রাশফোর্ডের উচ্চ বেতন, বয়স (২৬) এবং অনিয়মিত ফর্ম বার্সার জন্য ঝুঁকির বিষয় হতে পারে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে মেনে চলতে গিয়ে ক্লাবটি নতুনভাবে হিসাব-নিকাশ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়