News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ২৮ আগস্ট ২০২৫

উত্তরায় মেয়েদের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, গ্রেফতার ১

উত্তরায় মেয়েদের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি কাপড়ের শোরুমের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা দিয়ে নারীদের ভিডিও ধারণের অভিযোগে শোরুমের মালিক ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জনরোষের শিকার হয়ে তিনি পুলিশের হাতে সোপর্দ হন। 

বুধবার (২৭ আগস্ট) পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে এ ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে।

গত সোমবার রাতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীত পাশে অবস্থিত ‘ফ্যামিলি ফ্যাশন’ নামের শোরুমে এই ঘটনা ঘটে। 

জানা যায়, শোরুমটির ট্রায়াল রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করা হচ্ছিল। ঘটনার এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা শোরুমের মালিক ফরহাদ হোসেনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়। 

ইরফান সাজ্জাদ জানান, তার একজন পরিচিত ভুক্তভোগীর মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন এবং ঘটনাস্থলে পৌঁছান। 

আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারীর হামলায় ট্রাফিক সহায়তাকারী পুলিশ আহত

তিনি আরও বলেন, জনতা তখন দোকানদারকে মারধর করছিল এবং তিনি তাদের শান্ত হতে বলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ফরহাদকে আটক করে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর রায়হান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং ফরহাদ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ শোরুমের সিসিটিভি ক্যামেরা ও স্টোরেজ সিস্টেম জব্দ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের ভিডিও ধারণের উদ্দেশ্য এবং এর সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করা হবে। 

এসআই আলমগীর রায়হান আরও বলেন, শোরুমের অন্য কর্মচারীরা পলাতক এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, এই ঘটনার পর থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে ট্রায়াল রুমে গোপন ক্যামেরার এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়