News Bangladesh

নোয়াখালী সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৫, ২৬ আগস্ট ২০২৫
আপডেট: ২০:০৪, ২৬ আগস্ট ২০২৫

নোয়াখালীতে আগুনে পুড়লো ৭ দোকান, দুই কোটি টাকার ক্ষতি

নোয়াখালীতে আগুনে পুড়লো ৭ দোকান, দুই কোটি টাকার ক্ষতি

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারে আগুন লেগে ৭টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজার কমিটির সভাপতি মহিন উদ্দিন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই বাজারের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত তা পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।

এতে বাজারের জমজম স্টোর, হাসান মেডিকেল, মহিন ফার্নিচার, ভাই-ভাই আইসক্রিম ফ্যাক্টরি, আলমগীর মুরগির গোডাউন, খোকন ভ্যারাইটিজ স্টোর ও একটি পান দোকান ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় সাংবাদিক রনি চৌধুরী ইমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরমধ্যে আগুনে দোকানগুলো পুড়ে যায়। প্রশাসন ও বিত্তশালী ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশের দাঁড়ানোর আহব্বান জানান এই সংবাদকর্মী।

এদিকে, আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে গিয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ দাস ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সাভির্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভাই-ভাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাজারের ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়