News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ২৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:২৯, ২৬ আগস্ট ২০২৫

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় ট্রাফিক সহায়তাকারী পুলিশ আহত

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় ট্রাফিক সহায়তাকারী পুলিশ আহত

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর শেরেবাংলা নগরের গণভবনের সামনে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক ট্রাফিক পুলিশ সদস্য।  তার নাম নাজমুল। বর্তমানে তিনি ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সোমবার (২৫ আগস্ট) আনুমানিক রাত ৯ টার দিকে গণভবনের সামনে দায়িত্বরত একজন পুলিশ সদস্যকে চারজন ছিনতাইকারী আটকানোর চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় কাছাকাছি দায়িত্বে থাকা সহকারী ট্রাফিক পুলিশ নাজমুল ছিনতাইকারীদের ধাওয়া করেন। ধাওয়া করার সময় ছিনতাইকারীরা তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই স্থানীয় জনতা এবং অন্যান্য পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় জনগণের সহায়তায় একজনকে আটক করা হয় এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। আহত নাজমুল এবং গণপিটুনিতে আহত ছিনতাইকারীকে দ্রুত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

বর্তমানে আহত পুলিশ সদস্য নাজমুলের অবস্থা স্থিতিশীল। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত বাকি ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়