সুনামগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা বাঁশতলা বিওপি এলাকার দক্ষিণ কলোনি থেকে গরুগুলো আটক করে।
বিজিবি জানায়, আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
আরও পড়ুন: যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মচারী গাঁজাসহ আটক
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








