News Bangladesh

যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১, ২৬ আগস্ট ২০২৫

যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মচারী গাঁজাসহ আটক

যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মচারী গাঁজাসহ আটক

ছবি: নিউজবাংলাদেশ

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত এক সিভিল স্টাফকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি হলেন-  যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাকস্মিথ) মোঃ আব্দুস শুকুর (৩৬)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার খুনিরটক গ্রামের মোঃ সহিমুদ্দিন ও আনোয়ার বেগমের ছেলে।

কারাগার সূত্র থেকে জানা গেছে, আব্দুস শুকুর সোমবার সকাল আট টার দিকে কারাভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে প্রধান ফটকে আসেন। তল্লাশির দায়িত্বে থাকা সহকারী প্রধান কারারক্ষী (নং-৪১৭২০) মোঃ আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এ সময়ে শুকুরের ডান বগল থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে কারাকর্তৃপক্ষ আটককৃতকে মাদকসহ কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। 

আরও পড়ুন: টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

বিষয়টি নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শরিফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কারাগারের প্রধান ফটকে তার দেহে তল্লাশী সময়ে ১২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। ইতিমধ্যে তাকে কারাগারেও প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়