News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ৩১ আগস্ট ২০২৫

৩ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

৩ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ছবি: সংগৃহীত

কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের জব্বারের মোড়ে শিক্ষার্থীরা রেলপথে নেমে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: মনোনয়ন ফরম বিতরণে বাধা, রাকসু কার্যালয়ে ভাঙচুর

তাদের দাবিগুলো হলো—

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
২. কোনো ডিপ্লোমাধারী ব্যক্তি তার নামের পাশে ‘কৃষিবিদ’ শব্দটি ব্যবহার করতে পারবে না।
৩. কৃষিবিদদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ইনচার্জ আক্তার হোসেন বলেন, শিক্ষার্থীরা তিন দফা দাবির প্রেক্ষিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের অবস্থান কর্মসূচির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যাত্রীসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। তবে কতক্ষণ পর্যন্ত অবরোধ চলবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়