পিআর নিয়ে মামার বাড়ির আবদার করছে কয়েকটি দল: রিজভী
ছবি: সংগৃহীত
দুয়েকটি রাজনৈতিক দল জনসংযোগ (পিআর) নিয়ে মামার বাড়ির আবদার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলে, সাধারণ মানুষের এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। জনগণ এখন শুধু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের আয়োজন করে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি। একইসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও ইজিবাইক বিতরণ করা হয়।
রিজভী বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন দিতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই। দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা কখনো নির্বাচন দিতে চাননি। এখন কেউ যদি শর্ত দিয়ে বলে নির্বাচনের প্রয়োজন নেই, তবে সেটা গণতন্ত্র নয়; বরং উগ্রপন্থাকে উৎসাহিত করা।
আরও পড়ুন: সরকারি মহলে নির্বাচন বানচালের চেষ্টা: ফখরুল
রিজভী দাবি করেন, এস আলম শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দিতে চেয়েছেন। এই অর্থ দিয়ে দেশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বিদেশে বসে শেখ হাসিনা লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।
ভারতের ভূমিকায় সমালোচনা করে রিজভী বলেন, বাংলাভাষী মুসলমানদের জোর করে পুশ ইন করছে আর শেখ হাসিনাকে ‘জামাই আদরে’ রেখেছে; এটা দিল্লির দ্বিচারিতা।
দলে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে রিজভী বলেন, বসন্তের কোকিলরা দলে ভিড়ে চাঁদাবাজি করছে। এদের প্রবেশ রোধ করতে হবে। দলকে বিশুদ্ধ রাখতে হলে এ ধরনের প্রবণতা কঠোরভাবে দমন করতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশে বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে। দরিদ্র ও অতিদরিদ্র মানুষের কাতারে নতুন নতুন পরিবার যোগ হচ্ছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, যদি এই প্রবণতা চলতে থাকে তবে মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে।
তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








