লন্ডনে দুই বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নিলেন তারেক রহমান
বিয়ের অনুষ্ঠানে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত
লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান একই দিনে দুটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে তারা যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমানের ছেলের বিয়েতে যোগ দেন।
পরে সন্ধ্যায় উপস্থিত হন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের ছেলের ওয়ালিমা অনুষ্ঠানে।
আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
দুটি অনুষ্ঠানেই অতিথিদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায় তারেক রহমান ও জোবাইদা রহমানকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








