বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটির প্রতিষ্ঠা ঘোষণা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয়দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে- পতাকা উত্তোলন, শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি, নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপজেলা ও পৌরসভায় বিভিন্ন কর্মসূচি, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা এবং ঢাকায় গোলটেবিল আলোচনা। দলটি বিশেষ ক্রোড়পত্র ও পোস্টারও প্রকাশ করেছে।
এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়, তাদের দুঃখ-কষ্ট লাঘব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারেক রহমান আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।
প্রতিষ্ঠার পর থেকে বিএনপি চারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। দীর্ঘ আন্দোলনের ইতিহাসও রয়েছে দলটির। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যার পর দলের নেতৃত্বে আসেন খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে ১৯৯১ সালে বিএনপি বিপুল সমর্থনে সরকার গঠন করে। এরপর ১৯৯৬ ও ২০০১ সালেও ক্ষমতায় আসে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: দেশে এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময়: তারেক রহমান
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ৪৮ বছরে পা দেওয়া বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জনগণের প্রত্যাশা অনুধাবন করে সামনে এগিয়ে যাওয়া।
নিউজবাংলাদেশ.কম/এসবি








