News Bangladesh

নোয়াখালী সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:৫১, ৩০ আগস্ট ২০২৫

চাঁদাবাজি বন্ধ করতে হবে মন্ত্রী পর্যায় থেকে: শওকত আজিজ রাসেল

চাঁদাবাজি বন্ধ করতে হবে মন্ত্রী পর্যায় থেকে: শওকত আজিজ রাসেল

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শওকত আজিজ রাসেল। ছবি: নিউজবাংলাদেশ

চাঁদাবাজ ও রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল বলেছেন, "আগামী দিনে বিএনপি বলেন বা অন্য যে দলই বলেন, আগের মতো হবে বলে মনে করি না। চাঁদাবাজ, মন্ত্রীও চাঁদাবাজ, এমপিও চাঁদাবাজ। আমরা যে চাঁদাবাজির দোহাই দিই, সেটা বন্ধ করতে হলে মন্ত্রী-মিনিস্টার পর্যায় থেকেই পরিশুদ্ধ করতে হবে। সেই প্রক্রিয়া এবার আমার নেতা তারেক রহমান হাতে নেবেন।”

আরও পড়ুন: বিএনপি মহাসচিবের সাথে শওকত আজিজ রাসেলের বৈঠক

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শওকত আজিজ রাসেল বলেন, বিগত সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া আমাকে নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এবারও ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেবেন বলে আশা করি। খালেদা জিয়া আমাকে জানিয়েছেন, তারেক রহমান যখন দেশে ফিরবেন, তখন তার সঙ্গে বিএনপির রাজনীতি চালিয়ে যেতে।”

আরও পড়ুন: বস্ত্রশিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে: বিটিএমএ সভাপতি

বেগমগঞ্জের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গে রাসেল বলেন, “বেগমগঞ্জ অবহেলিত, বিষমভাবে অবহেলিত। বাংলাদেশে ভোটের রেশিও ধরলে বেগমগঞ্জ হচ্ছে বিএনপির ঘাঁটি। এখানে সবচেয়ে বেশি বিএনপির ভোট, কিন্তু এই এলাকার মানুষ আজ অস্বস্তিকর অবস্থায় আছে। মানুষের মধ্যে একধরনের বিতৃষ্ণা কাজ করছে, যা তৈরি হয়েছে স্বজনপ্রীতি, দলীয়করণ আর অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানোর প্রবণতায়। বেগমগঞ্জের মানুষ এই বিশৃঙ্খলা থেকে মুক্তি চায়।”

আরও পড়ুন: সোমবারের মধ্যে তুলা আমদানির ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার দাবি

সভায় নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আবদুল্লাহ আল বাকী, জেলা বিএনপির সদস্য জিএস হানিফ, আবু নাছের মামুন, শাহীন চেয়ারম্যানসহ উপজেলা, পর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শওকত আজিজ রাসেল পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের ছেলে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়