News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫১, ৩০ জুন ২০২৫
আপডেট: ২০:২৭, ৩০ জুন ২০২৫

বিএনপি মহাসচিবের সাথে শওকত আজিজ রাসেলের বৈঠক

বিএনপি মহাসচিবের সাথে শওকত আজিজ রাসেলের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। ছবি: নিউজবাংলাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। 

রবিবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। 

এসময় আগামী এফবিসিসিআই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী শওকত আজিজ রাসেল বেসরকারি খাতের অগ্রযাত্রা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এনবিআর ব্যবসায়ী, সরকার ও পুরো জাতিকে জ্বালাচ্ছে: শওকত আজিজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের অর্থনীতি পুনরুদ্ধারে একটি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের বিকল্প নেই। আমরা এমন একটি নির্বাচনের জন্য কাজ করছি, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।”

শওকত আজিজ রাসেল বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থনৈতিক খাত, বিশেষ করে বেসরকারি শিল্প ও ব্যবসায়িক উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের অর্থনীতির অগ্রগতির পেছনে তাঁর এই দৃষ্টিভঙ্গি এখনো প্রাসঙ্গিক। বিগত সরকার আমলে ব্যবসা-বাণিজ্য, ব্যাংক খাতসহ অর্থনীতির প্রধান অঙ্গগুলো দুর্নীতির চক্রে বিপর্যস্ত হয়েছে। এই অবস্থার উত্তরণে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপিকে সহায়তা করতে প্রস্তুত।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়