News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৯, ৩১ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।

মৃত শ্রমিকদের মধ্যে ছিলেন- শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজ। শাহিনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ চলাকালে একজন শ্রমিক সেপটিক ট্যাংকে নেমে আর উঠতে পারেননি। এরপর পাশের বিল্ডিং থেকে শাহিনসহ আরও দুই শ্রমিক তাকে উদ্ধার করতে ট্যাংকে নেমে যান। কিন্তু তিনজনই ফিরে আসতে পারেননি। স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকেল ৪টার দিকে চারটি ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন: নোয়াখালীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা চালককে হত্যা: গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে শ্রমিকরা মারা গেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়