‘যারা নির্বাচন নিয়ে সমালোচনা করে তারা গণতন্ত্র বোঝে না’
ঢাকা: ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এখন যারা সমালোচনা করে তারা আসলে গণতন্ত্র বোঝে না। নির্বাচনে না এসে ঘরে বসে গণতন্ত্রের কথা বলে লাভ হবে না। একথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ‘‘খেলার মাঠে একদল না আসলে অন্যদল ওয়াক ওভার পেয়ে জয়ী হয়। ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি যেহেতু মাঠে নামেনি, তাই ওয়াক ওভার পেয়ে আমরা জয়ী হয়েছি।’’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ১৪ দলের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী দিলিপ বড়ুয়া, আয়োজক সংগঠনের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) আব্দুল লতিফ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








