এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না
ঢাকা: জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এক আলোচনায় বক্তারা বলেছেন, “যে নির্বাচন কমিশন ৫ শতাংশ ভোটকে ৪০ শতাংশ উল্লেখ করে, তাদের অধীনে আর যাই হোক অন্তত সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।”
বুধবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জোটের আয়োজনে ‘স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন।
বক্তারা বলেন, “এটা সর্বজন স্বীকৃত যে ৫ জানুয়ারির নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৫ শতাংশ অথচ এই নির্বাচন কমিশনার ঘোষণা করেছে ৪০ শতাংশ ভোট পড়েছে। এ ধরনের মিথ্যা তথ্য যারা দেয়, তাদের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।”
বক্তারা আরও বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে ক্রিমিনালকে ধরা অথচ তারা তা করছে না। তার সরকারি কোনো অপরাধীকে ধরছে না। তারা অবৈধভাবে শুধু ২০দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করছে।”
প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্ত্রী জোসনা কাজীর সভাপতিত্ব্ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আফম ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাব যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, জিসাস চেয়ারম্যান আবুল হাসেম রানা, কণ্ঠশিল্পী হাসান, অ্যাবের সহসভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








