News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৭, ২৭ আগস্ট ২০২৫

‘বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন পায় কোথায়’

‘বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন পায় কোথায়’

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২৭ আগস্ট) বুয়েট শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন, যার মধ্যে একজনের মেরুদণ্ডে স্প্লিন্টার ঢুকে গেছে বলে জানা গেছে। 

ঘটনার প্রতিবাদ জানিয়ে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। 

তিনি বলেন, পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদেরকে দিতে হবে। 

আরও পড়ুন: শ্বশুরের বিচারক হওয়া নিয়ে সারজিসের ব্যখ্যা

তিনি আরও বলেন, যেকোনো যৌক্তিক দাবি এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে এনসিপি’র অবস্থান সবসময় থাকবে।

এনসিপি নেতা বুয়েট শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং হামলায় জড়িতদের ধিক্কার জানান। 

তিনি বলেন, বুয়েট শিক্ষার্থীদের ওপর যে বর্বর হামলা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর এমন সহিংসতা ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ।

এনসিপি ছাড়াও দেশের অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। 

তারা বুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবং এই হামলার জন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়