খালেদাকে নৌ-মন্ত্রী
সিটি নির্বাচনে অংশ নিয়ে বাঁচেন, নয় ধবংস হবেন
ঢাকা: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,“আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি রাজনৈতিকভাবে বাঁচতে পারবে।”
অন্যথায় বিএনপি ধ্বংস হয়ে যাবে বলেও তিনি দাবি করেন।
বৃহস্পতিবার নবাবগঞ্জ হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দীন আহম্মেদ ঝিলু উপস্থিত ছিলেন।
শাজাহান খান বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনৈতিকভাবে কোমায় আছেন। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিকভাবে বাঁচতে পারবেন অথবা ধবংস হয়ে যাবেন।”
নৌপরবিহন মন্ত্রী বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন শেখ হাসিনার নির্দেশে নাশকতা সৃষ্টিকারী ২০ দলীয় জোটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে খালেদা জিয়া হরতাল অবরোধের নামে হত্যাযজ্ঞ শুরু করেছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সালমা ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বক্তব্য রাখেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








