News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫২, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

চিকিৎসার জন্য মাদ্রাজ গেলেন হাজী সেলিম

চিকিৎসার জন্য মাদ্রাজ গেলেন হাজী সেলিম

ঢাকা: সিটি নির্বাচনে দলের ‘সমর্থন যোগাতে ব্যর্থ হয়ে’ অবশেষে ‘চিকিৎসার’ জন্য মাদ্রাজে গেলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন- “আমি চিকিৎসার জন্য মাদ্রাজের উদ্দেশে ঢাকা ত্যাগ করলাম। আমি মাদ্রাজে চিকিৎসা শেষ করে মাজার জিয়ারতের উদ্দেশে আজমির শরিফ যাব। আমার মেয়র নির্বাচনের জন্য গত কয়েক দিন শরীরের ওপর অনেক নির্যাতন করেছি। ফলে অসুস্থ হয়ে পড়েছি। আমার সাথে আমার ঢাকার লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, ভক্ত এবং পাড়া-মহল্লার মা-বোনরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। আমি যাতে চিকিৎসা এবং আজমির শরিফে মাজার জিয়ারত শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সেবা করতে পারি এর জন্য দোয়া করবেন।”

হাজী সেলিমের মাদ্রাজ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. সোহেল। তিনি জানিয়েছেন, গত রাতেই তিনি মাদ্রাজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাঈদ খোকনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।

সিটি নির্বাচন করার জন্য এর আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন হাজী সেলিম। স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র নিয়েও গিয়েছিলেন। কিন্তু স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেননি।

জানা গেছে, হাজী সেলিমকে সংসদে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে তিনি নির্বাচন না করে বিদেশ ‘ভ্রমণে’ গেলেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়