News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

শুক্রবার খামারবাড়িতে আ.লীগের আলোচনা

শুক্রবার খামারবাড়িতে আ.লীগের আলোচনা

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজনে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। এছাড়াও কেন্দ্রীয় নেতা ও বরেণ্য বুদ্ধিজীবীরা এতে অংশ নেবেন।

দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিবৃতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সকল শাখাসহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়