News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ৩০ আগস্ট ২০২৫

নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে

নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। 

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়, নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সেখানে আরও লেখা হয়, “নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর থেকে তিনি আইসিইউতে আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।”

স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি; নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

এর আগে শুক্রবার রাতেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

আরও পড়ুন: আইসিইউতে নুর, অবস্থা আশঙ্কাজনক

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত; তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়