News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৪, ১৮ জানুয়ারি ২০২০

আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা রবিশংকরকে আইএসের হুমকি!

আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা রবিশংকরকে আইএসের হুমকি!

ভারতীয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকরকে ধমকি দিয়ে চিঠি দিয়েছে আইএস (ইসলামিক স্টেট) জঙ্গিরা। চিঠিটি রবিশংকরের প্রতিষ্ঠান আর্ট অব লিভিংয়ের মালয়েশিয়া শাখার ঠিকানায় এসেছে বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী নকুল।

তিনি জানান, রবিশংকর দূরপ্রাচ্যের কয়েকটি দেশ সফরে আছেন। এরই ধারাবাহিকতায় তিনি গত শুক্রবার মালয়েশিয়া পৌঁছান। কিছুদিন আগে তিনি কম্বোডিয়ায় ছিলেন।

তিনি আরও জানান, মালয়েশিয়ার ঠিকানায় তাদেরকে ধমকি দিয়ে আইএস যে চিঠি পাঠিয়েছে তাতে বলা হয়েছে, যদি আপনারা আপনাদের কার্যক্রম বন্ধ না করেন তবে এর পরিণতি খারাপ হবে।

তবে এ বিষয়ে মালয়েশিয়ার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং ভারতীয় দূতাবাসেও অভিযোগ দেয়া হয়েছে বলে নকুল জানান। আর এরকম চিঠি কারা পাঠালো সে ব্যাপারেও খোঁজ-খবর করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, আর্ট অব লিভিংয়ের উদ্যোগে আয়োজিত যোগ সাধনার অনুষ্ঠানে ১০ হাজার মানুষ অংশ নিয়ে থাকে। মালয়েশিয়ার পেনাংয়ে এ ধরনের এক আয়োজনে ৭০ হাজার জন অংশ নেয় যেখানে প্রতিষ্ঠানের প্রধান শ্রী শ্রী রবিশংকর উপস্থিত ছিলেন।

মানসিক চাপ, সামাজিক সমস্যা, সন্ত্রাস- এ ধরনের মানবিক সংকট আর জটিলতা নিরসনের লক্ষ্য নিয়ে রবিশংকর ওরফে শ্রী শ্রী গড়ে তোলেন দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন। ১৯৫৬ সালে ভারতের তামিলনারুতে জন্ম নেওয়া এই ভারতীয় গুরু হিংস্রতা নির্মূলে ২০১৩ সালে মনভিও নামে দেশব্যাপী এক আন্দোলনের সূচনা করেন।
সূত্র: নবভারত টাইমস, উইকিপিডিয়া

নিউজ বাংলাদেশ.কম/একে  

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়