News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৯:৩২, ১৮ জানুয়ারি ২০২০

সুইডিশ রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত সৌদি আরবের

সুইডিশ রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত সৌদি আরবের

মানবাধিকার পরিস্থিতি নিয়ে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনার পর দেশটির রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়া শুক্রবার এ খবর জানিয়েছে। তবে, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, মানবাধিকারকর্মী ও ব্লগার রাফি বাদাবিকে সৌদি কর্তৃপক্ষের বেত্রাঘাতের সমালোচনা করেছিলেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রর্ম। গত জানুয়ারিতে মারগট ওয়ালস্ট্রর্ম এক ট্যুইটে এই শাস্তিকে "মতপ্রকাশের আধুনিক ধরনকে স্তব্ধ করে দেয়ার এক নির্দয় উদ্যোগ" বলে মন্তব্য করেন। নারীদের গাড়ি চালাতে না দেয়াসহ বহু বিষয়ে সিদ্ধান্তের জন্য পুরুষদের উপর নির্ভর করার সৌদি নীতিরও সমালোচনা করেন তিনি।
 
এর প্রতিক্রিয়ায় আরব লিগে ওয়ালস্ট্রর্মের ভাষণ দেয়ার কার্যসূচি বাতিল করে সৌদি আরব। স্টকহোম এর পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাতিল করে। পরে, চলতি মাসের প্রথমদিকে দেশটি থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় সৌদি আরব।

সর্বশেষ, সুইডিশ রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর সৌদি সিদ্ধান্তের বিষয়ে কোন মন্তব্য না করলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সুইডিশ একটি প্রতিনিধি দল সৌদি বাদশার সঙ্গে দেখা করেছেন।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়ালস্ট্রর্মের করা মন্তব্য সৌদি আরব বা ইসলামক ধর্মকে হেয় করে করা হয়নি বলে বাদশাকে আশ্বস্ত করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।
 
এদিকে, এক বিবৃতিতে ওয়ালস্ট্রর্ম বলেছেন, "দুদেশের মধ্যে সস্পর্ক স্বাভাবিক করতে  সৌদি রাষ্ট্রদূতকে শিগগিরই স্টকহোমে ফিরতে দেখবো বলে আশা করছি।"
 
নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়