News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪০, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

কূটনীতিকদের এডেন থেকে সরিয়ে নিল সৌদি আরব

কূটনীতিকদের এডেন থেকে সরিয়ে নিল সৌদি আরব

হুথি বিদ্রোহীদের একের পর এক হুমকির মুখে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেন থেকে নিজেদের এবং অন্যান্য দেশের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।

সৌদি নৌবাহিনী এক অভিযান চালিয়ে এই কূটনীতিকদের এডেন থেকে উদ্ধার করে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানায়।

সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলোর এক সামরিক জোট গত তিন দিন ধরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও বিদ্রোহীদের আক্রমন থামানো যায়নি।

বিদ্রোহীদের ভয়ে ইতোমধ্যে এডেন থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বাহ মানসুর হাদি ।

শনিবার মিশরের শার্ম আল শেখে আরব লীগের এক সম্মেলনে হাদির উপস্থিত থাকার কথা। সম্মেলনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এক স্থল অভিযান নিয়ে আলোচনা হবার কথা।

অভিযোগ আছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন যোগাচ্ছে ইরান। ইয়েমেনের বিরাট অংশ এখন কার্যত তারাই নিয়ন্ত্রণ করছে। এ ঘটনায় সৌদি আরব উদ্বিগ্ন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়