News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৮, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেনে সৌদি নেতৃত্বে আরব জোটের বিমান হামলা অব্যাহত

ইয়েমেনে সৌদি নেতৃত্বে আরব জোটের বিমান হামলা অব্যাহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রুখতে পঞ্চম দিনের মতো বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট বাহিনী। রাজধানী সানায় রোববার দিবাগত রাতভর বিমান হামলার পর সোমবার সকালেও হামলা হামলা চালানো হয়।

হুতি নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, শনি-রবিবার রাতজুড়ে চালানো বিমান হামলায় ৩৫ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন।

বিমান হামলার ভয়াবহতা বর্ণনা করে এক ইয়েমেনি কূটনীতিক বলেন, "রাতটি যেন নরক থেকে নেমে এসেছিল।"

প্রধানত সানার কূটনৈতিক এলাকা ও রাজধানীর কিনারা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পর্বত খুঁড়ে তৈরি করা সুড়ঙ্গে গড়ে তোলা অস্ত্রগুদাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত ইয়েমেন সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশটি হুতি’দের সঙ্গে যোগ দিয়েছে।

সম্মিলিত বাহিনী বর্তমান প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে রাজধানী থেকে বিতারিত করেছে। দেশটির অধিকাংশ এলাকা দখল করে এই বাহিনী দক্ষিণের বন্দর শহর এডেনের দ্বারপ্রান্তে রয়েছে। এডেনের পতন হলেই ইয়েমেন হুতিদের দখলে চলে যাবে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশ ছেড়ে আরব লীগের সম্মেলনে যোগ দিতে মিশর গিয়েছেন হাদি।

স্থানীয় বাসিন্দারা এডেন টেলিভিনকে জানান, এডেন এখন পর্যন্ত হুতিদের সঙ্গে লড়াইরত হাদি সমর্থকদের দখলে রয়েছে। তবে, হুতি ও সালেহ বাহিনী উত্তর দিক থেকে শহরে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছেন। রোববার দিবাগত রাতজুড়ে শরটিতে বিস্ফোরণ ও স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।  

রোববার আরব জোট বাহিনীর মুখমাত্র সৌদি সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ অ্যাসেরি জানিয়েছেন, ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে হাদি শাসন ক্ষমতা ফিরে না পাওয়া পর্যন্ত বিমান হামলা অব্যাহত থাকবে।

একইদিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবেইর জানিয়েছেন, বিমান হামলা অব্যাহত রাখা হলেও ইয়েমেনে স্থল সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

গত ২৬ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সুন্নি সৌদি আরব ও আরো নয়টি সুন্নি আরব রাষ্ট্রের জোট বাহিনী। হুতিরা শিয়া ইরানের প্রতিনিধিত্ব করছে বলে অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট বাহিনী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদিও হুতিদের ‘ইরানের হাতের পুতুল’ বলে বর্ণনা করেছেন ।

অন্যদিকে, হুতিদের সামরিক সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার করে ইয়েমেনে সুন্নি আরব রাষ্ট্রগুলোর বিমান হামলার তীব্র নিন্দা করেছে ইরান।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়