News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৮, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৯:২১, ১৮ জানুয়ারি ২০২০

চীনের কমিউনিস্ট পার্টিকে ছাপিয়ে গেল বিজেপি

চীনের কমিউনিস্ট পার্টিকে ছাপিয়ে গেল বিজেপি

চীনের কমিউনিস্ট পার্টিকে পেছনে ফেলে সদস্য সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের ক্ষমতাসীন এই দলটির সদস্য সংখ্যা আট কোটি ৮০ লাখে পৌঁছেছে।

টাইমস অব ইন্ডিয়া আজ সোমবার এক প্রতিবেদনে জানায়, বিজেপি গতকাল রোববার দলের সদস্য আট কোটি ৮০ লাখে পৌঁছানোর তথ্য জানিয়েছে। এর আগে আট কোটি ৬০ লাখ সদস্যের চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হতো।

বিজেপির সভাপতি অমিত শাহর পরিকল্পনায় গত বছরের নভেম্বর থেকে সদস্য সংগ্রহের অভিযান শুরু করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করে দলটি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে দলটি সদস্য সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। চলতি মাসের শেষ নাগাদ দলীয় সদস্য সংখ্যা ১০ লাখ পার করার ব্যাপারে আশাবাদী বিজেপি।

আগামী ৩-৪ এপ্রিল বেঙ্গালুরুতে বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে দলীয় সদস্যের চূড়ান্ত সংখ্যা ঘোষণা করবেন বিজেপির সভাপতি অমিত শাহ।

তবে সমালোচকেরা বলছেন, সদস্য সংখ্যা দিয়ে মাঠে বিজেপির প্রকৃত শক্তি বিচার করা যায় না। এমনকি তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভাব বা জনপ্রিয়তাকেও প্রতিফলিত করে না।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়